Wednesday, 22 November 2017

Proverbs - XXX

 

  • সাপ হয়ে কাটে, আর ওঝা হয়ে ঝাড়ে ; বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী।
    He runs with the hare and hunts with the hounds.
    To be in both groups.
  • কুটো চুরি করতে করতেই কুলো চোর হয়।
    He that will steal an egg will steal an ox.
  • মেয়েকে জয় করতে হলে আগে তার মাকে খুশী কর।
    He that would the daughter win, must win the mother first begin.
    To marry a woman one needs to impress her mother first.
  • অনেক কাজ একসাথে শুরু করলে কোনটাই ভালো হয় না।
    He who begins many things, finishes but few.
    If you start a lot of projects, you will not have time and energy to complete them all.
  • দুই নৌকায় পা দিলে কোনটাতেই ওঠা যায় না।
    He who follows two hares catches neither .
    Everybody should target one objective at a particular time
  • আপনি শুতে ঠাঁই পায় না, শষঙ্করাকে ডাকে।
    He who has nothing to spare must not keep a dog .
    A beggar must not make room for his companion
  • অদৃষ্টে করলা ভাতে, বিচি কচকচ করে তাতে।
    He who is born in misfortune stumbles as he goes.
  • শেষ ভালো যার সব ভালো তার ।
    He who laughs last laughs longest .
    All’s well that ends will.
  • যে টাকা দেয় তার ইচ্ছাতেই কর্ম হয়।
    He who pays the piper calls the tune.
    He who pays for the cost, controls/ determines how the money is used.
  • আকাশের দিকে থুথু ফেললে আপন গায়েই লাগে ।
    He who spits against the wind spits against his own face .
    he that touches pitch shall be defiled therewith.

No comments:

Post a Comment